গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষ রোপন
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার বিকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় স্বেচ্ছসেবী সংস্থা প্ল্যান’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্ল্যান’র প্রধান নির্বাহী শাওন আজমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-
আল-মারুফ, শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান শরিফুল ইসলাম, পৌর জাপার সাধারণ সম্পাদক
জোবাইদুর রহমান চঁাদ, প্ল্যানের সেক্রেটারী আব্দুর সবুর তানু, সহসভাপতি শাহিন মিয়া, পরিচালক
সাব্বির হোসাইন প্রমূখ। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা করে বিতরণ করে উপজেলা পরিষদ
মাঠে একটি বৃক্ষ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম হায়দার পাটোয়ারী। উল্লেখ্য
এবছর প্ল্যানের উদ্যোগে উপজেলায় ২০২১ টি বৃক্ষ রোপন করা হবে।