ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঘুরতে গিয়ে যমুনার চরে চোরা বালিতে ডুবে ৩ জনের মৃত্যু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৮, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি।। যমুনার চরে ঘুরতে গিয়ে গাইবান্ধার সাঘাটায় চোরা বালিতে ডুবে আপন দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা উপজেলার যমুনা নদের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সারা হক প্রীতি (২৬) তার বোন সওদা হক (২৪), ও অনামিকা সারোয়ার (১৭)

এদের মধ্যে প্রীতি ও রিতুর বাড়ি রংপুরের বাবুপাড়া এলাকায় এবং অনামিকার বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়ারহাটে ভাই পার্থ হকের বাড়িতে বেড়াতে আসে সারা হক প্রীতি ও সওদা হকসহ প্রতিবেশি তার এক বোন। দুপুরে তারা ঘুরতে যমুনা নদের বালু চরে যায়। এসময় হঠাৎ করে একজন চোরাবালিতে আটকা পড়ে। পরে তাকে উদ্ধারে অপর দুই বোন এগিয়ে গেলে তারাও চোরা বালিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন