ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. 1win Brazil
  2. 1win India
  3. 1WIN Official In Russia
  4. 1win Turkiye
  5. 1win uzbekistan
  6. blog
  7. casino
  8. casino en ligne fr
  9. casino onlina ca
  10. casino online ar
  11. casinò online it
  12. Covid-19
  13. Kasyno Online PL
  14. online casino au
  15. pinco
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় চক গয়েশপুর-বল্লমঝাড় সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন: স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১১, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধা সদর উপজেলার চক গয়েশপুর বাজার হতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১.৭২ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আরএসএল এন্টারপ্রাইজ (RSL Enterprise) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম জানান, প্রকল্পটি “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। সড়কটির উন্নয়ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করেছে। এতে স্থানীয় জনগণের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইফাদের মিশন সদস্য মো. আবুল বাশার এবং প্রকল্প সমন্বয়ক নাবিল রহমান। তাঁরা উন্নয়ন কাজের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনে গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া ও নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ইফাদ প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, “এই প্রকল্পটি গ্রামীণ জনপদের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ইফাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ এই উন্নয়ন কাজের জন্য সরকার ও ইফাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রকল্পটি “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। ২ কোটি ১৮ লাখ টাকার এই প্রকল্পটি সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ সরকার ও ইফাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তাঁদের মতে, এই সড়কটি নির্মাণের ফলে কৃষি উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে, যা গ্রামীণ জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মন্তব্য লিখুন