ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন কলেজ ছাত্রীর মৃত্যু-

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৮, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনিরপটল গ্রামের যমুনা নদীর খেয়াঘাট এলাকা হতে এ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার ষ্টেশনের কর্মিরা।

জানা যায়,বিথি, রিতু, ও ফাতেমা নামে তিন কলেজ পড়ুয়া শিক্ষার্থী রংপুর থেকে সাঘাটার কচুয়া গ্রামে পার্থ নামে এক আত্মীয়র বাড়ীতে বেড়াতে আসে।সম্পর্কে বিথি ও রিতু আপন দুই বোন এবং তাদের মামাতো বোন ফাতেমা।বিথী ও রিতু রংপুর সদরের বাবুপাড়া মহল্লার সাইদুর রহমানের মেয়ে ও ফাতেমা ঐ এলাকার রানা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান,এ তিন শিক্ষার্থী আজ দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামলে এক বোন পানির গভীরে ডুবে যায় পরে তাকে উদ্ধার করতে গিয়ে বাকী দুজনও ডুবে যায়।পরে স্থানীয়রা ফায়ার ষ্টেশনে খবর দিয়ে এলাকাবাসী ও ফায়ার স্টেশনের কর্মিদের যৌথ প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত্যু ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন