মোকছেদ আল মামুন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধায় আবারও সুদের টাকা ফেরত দিতে না পারায় এবং সুদখোর মহাজনের শারীরিক ও মানসিক নির্যাতনে কোব্বাস আলী নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
সোমবার (২৬ এপ্রিল) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথবাজার এলাকায় বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কোব্বাস আলী (৪২) রতবাজার গ্রামের আজহার আলীর ছেলে।
খোলাহাটি ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির নিকট থেকে কোব্বাস আলী সুদের উপর ৩০ হাজার টাকা নেন। পরে সেই সুদের টাকা সুদে আসলে ১ লাখ ৩০ হাজার হয়। সম্প্রতি সুদখোর মহাজনের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন কোব্বাস আলী। তিনি আরও বলেন, এই টাকার জন্য একটি স্ট্যাম্পে তার বাড়িঘর লিখে নিলে আজ বিকালে তিনি তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।