ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৪, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধার পৌর শাখার আহবায়ক শেখ রোহিত হাসান রিন্টুর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ঘরের মূল্যবান আসবাবপত্রসহ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র।

মঙ্গলবার(৪ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের ডেভিড কোম্পানী পাড়ার বাসায় এ ঘটনা ঘটে। মোমবাতির আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরে মোমবাতি লাগান শেখ রোহিত হাসান রিন্টুর স্ত্রী রোকসানা বেগম। একটু পরে তিনি জুরুরী কাজে ঘরের বাহিরে গেলে মোমবাতি গলে গিয়ে ঘরে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন সমস্থ ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা এসি, ওভেন, টিভিসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্বেই শেখ রোহিত হাসান রিন্টুর ছেলে মুক্তাদির হাসান শেখ ওয়ারিব আগুন নেভানোর যন্ত্র ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে ৯০ শতাংশ আগুন নিভিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন এসে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে আগুন লাগার খবর পেয়েই বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হাসান শাওনসহ অনান্য নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ বাড়িটি পরিদর্শন করেন।

এ ব্যাপারে শেখ রোহিত হাসান রিন্টু মুঠোফোনে জানান, অনেক বড় ক্ষতি গেল আমার। তারপরেও অল্পের জন্য রক্ষা হয়েছে। আর কিছুক্ষন আগুন জ্বলতে থাকলে অপূরনীয় ক্ষতি হতো।
রিপন আকন্দ/গাইবান্ধা

আপনার মন্তব্য লিখুন