ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা কাপিয়ে দিচ্ছে কিশোর গ্যাং, অস্ত্রসহ ১৬ সদস্য আটক!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৮, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ।। গাইবান্ধায় কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে।

এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে।

গাইবান্ধায় মারামারির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অবস্থিত বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত কিশোরদের বাড়ি গাইবান্ধা শহর ও আশেপাশের এলাকায়। আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক বাদল হোসেন।

বাদল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, স্টেশনের বাঁশহাটিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ বেশ কয়েকজন একটি মারামারির পরিকল্পনা করছে। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ওই কিশোর গ্রুপের ১৬ জনকে আটক করা হয়। আটকের পর তাদের কিশোর গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ওই ১৬ সদস্যকে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করেছে। আমরা কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আরইসআর/

আপনার মন্তব্য লিখুন