গাইবান্ধা প্রতিনিধি।। সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা গাইবান্ধা জেলা রেজিষ্ট্রি অফিসের মূল ভবনের কলামের সঙ্গে লেগে ফোর-লেনের ড্রেনের কাজ নির্মান করা হচ্ছে।এতে রেজিষ্ট্রি অফিসের মূল ভবনটি হুমকির মুখে পরেছে।যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
গাইবান্ধা জেলার সচেতন মহলের দৃষ্টি সেখানে লেগেছে,তাদের প্রশ্ন এভাবে সরকারী মহা-গুরুত্বপূর্ণ একটি স্থাপনাকে ধবংসের পথে নিয়ে যাচ্ছে।অথচ রাস্তার বিপরিত পার্শ্বে জায়গা থাকার সত্বেও রেজিষ্ট্রি অফিস ঘেসে ড্রেনের কেন কাজ চলছে?এই বিষয়টি নজরে আনার জোর দাবি জানাচ্ছে জেলার সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন