নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাকসুদা আক্তার পারুল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদা আক্তার পারুল সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চাঁন্দেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার মেয়ে। তিনি মেঘনা শিল্পনগরীর একটি ফাইবার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই বেনু মিয়া জানান, মাকসুদা আক্তার পারুল রাতের শিফটের কাজ শেষ করে শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মেঘনাঘাট থেকে গাড়িতে উঠে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নামার পর তিনি রাস্তা পারাপারের সময় মহাসড়কের মাঝখানে ডিভাইডার অতিক্রম করার চেষ্টা করেন।
এ সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে।