ঢাকাশনিবার , ২৩ জানুয়ারি ২০২১
  1. 1win Brazil
  2. 1win India
  3. 1WIN Official In Russia
  4. 1win Turkiye
  5. 1win uzbekistan
  6. blog
  7. casino
  8. casino en ligne fr
  9. casino onlina ca
  10. casino online ar
  11. casinò online it
  12. Covid-19
  13. Kasyno Online PL
  14. online casino au
  15. pinco
আজকের সর্বশেষ সবখবর

গৃহকর্মী নেবে কুয়েত বাংলাদেশসহ ৫ দেশ থেকে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৩, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। কুয়েতের নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহকর্মীদের আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন করলে এ অনুমোদন দেয় কুয়েত সরকার। সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করায় সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে।
স্পন্সর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিকভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে। সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন, এতে করে যে সব প্রবাসী গৃহকর্মীরা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। এতে করে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা ফিরে আসবে।

ছুটিতে আটকেপড়া গৃহকর্মীদের চলতি মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে।
তবে এখনও ১৮নং ভিসাধারীদের সরাসরি কুয়েতে প্রবেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো ৩৫ দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা এখনো তুলে নেওয়া হয়নি। আশা করা যায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আপনার মন্তব্য লিখুন