শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সে উপজেলার রাধানগর ইউনিয়ানের বেলডাঙ্গা গ্রামের সুধির মার্ড়ী ছেলে জুয়েল মার্ড়ী (১৭)।
নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় জুয়েল বাসা থেকে অটো চালাতে বেড়িয়ে যায়, দিন শেষে রাত অবাধি সে আর বাসায় ফিরেনি। সে কোন মোবাইল ফোন ব্যবহার করতো না। ফলে ভেবিছিলাম দূরে কোথায় ভাড়া নিয়ে গেছে হয়তো। পরে শুক্রবার সকালে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, শুক্রবার সকালে রহনপুর -আড্ডা রোডে বংমপুরে নামক স্থানে রাস্তার পাশে ছায়ের স্থপ্ত থেকে ঐ আদিবাসীর লাশ উদ্ধার করা হয়। তবে ধারালো অস্ত্র দারা পেট কাটা ছিলো। সে পেশায় একজন অটো চালক ছিলো। ধারনা করা হচ্ছে অটো ছিনতায়ের জন্য এই হত্যা কান্ড ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে। তবে এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।