নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেহেদী হাসান (১৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে পৌরসভার ধাউরডেঙ্গা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেদী হাসান গ্রামের বাড়ি ভোলা জেলায় এবং তার বাবার নাম আলী আকবর। তিনি পটিয়ার শেয়ানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।
তিনি বলেন, ‘সকালে ধাউরডেঙ্গা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’