চট্টগ্রাম ব্যুরো প্রধান | চট্টগ্রামে ডেকে নিয়ে আটক রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল ও বলিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর সন্দারপাড়া গ্রামের শারমিন আক্তার লিজা, তার বোন রিমা আক্তার ও রিমার স্বামী চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া গ্রামের কায়সার ওরফে হাসান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, দু’মাস আগে লিজার সঙ্গে মনজুর আলমের পরিচয় হয়। একপর্যায়ে মনজুরকে বাসায় দাওয়াত দেয় সে। ৩ জুন লিজার বাসায় যান মনজুর। এ সময় তিনজনে মিলে কৌশলে মনজুরের হাত-পা বেঁধে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ আদায় করতে তাকে বেধড়ক মারধর করে তারা। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর তার ব্যাংকের এটিএম কার্ড নিয়ে বুথ থেকে এক লাখ এবং বিকাশ থেকে সাত হাজার টাকা তুলে নেয় লিজারা। পরে তাকে একটি অটোরিকশায় তুলে কালামিয়া বাজার এলাকায় ফেলে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় গত শুক্রবার বাকলিয়া থানায় মামলা করেন মনজুর আলম।
ওই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে লিজাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রিমা ও হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।