বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের শেষ ক্ষণে চাঁপাইনবাবগঞ্জকে শত্রু মুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জবাসী আজ গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালন করেছে।
সোমবার সকাল নয়টায় মহানন্দা নদীর তীরে রেহায়চরে জাহাঙ্গীরের শাহাদত বরণের স্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ অনান্যরা।
জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।
পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সোনামসজিদ প্রাঙ্গণে জাহাঙ্গীরের সমাধিস্থলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।