শেরপুরের পরকীয়া প্রেমের সম্পর্ক প্রকাশ হওয়ায় ১১ ঘন্টার ব্যবধানে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। শনিবার জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের গোয়ালিয়া কান্দায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইয়াদ আলীর পুত্র হেলাল (৩০) এবং হাসি (২৫), সে একই এলাকার সোবাহানের স্ত্রীর। হেলাল ও হাসির স্বামী সোবাহান সম্পর্কের চাচা-ভাতিজা।
হেলার এবং হাসির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ ঘটনা জানাজানি হবার পর গতকাল শুক্রবার দিবাগত রাতে হাসি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ হাসির মরদেহ বাড়ির কাছের একটি বাগান থেকে উদ্ধার করে।
আপনার মন্তব্য লিখুন