ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চিলমারিতে অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সংযোগ কানেক্টিং পিপল

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১১, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। ত্রাণ নয় পরিত্রাণ চাই,স্বাবলম্বী হলে বাঁচবে প্রাণ এই প্রতিপদ্যকে সামনে রেখে,চিলমারিতে অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সংযোগ কানেক্টিং পিপল এর নানামুখি উদ্যেগ।এরই ধারাবাহিকতায় (১১ মার্চ দুপুরে) কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুদ্ধির গ্রামের আইজল মিয়া, হাটিথানার আফসারুল,আয়নাল্লিকে ৩টি করে ছাগল ও ১০টি করে দেশি মুরগী দিলো স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল।

ছাগল ও মুরগী পেয়ে উনারা অনেক খুশি, উনারা চায় এই ছাগল ও মুরগী থেকে ভবিষ্যতে কিছু করে জীবিকা নির্বাহ করবে। আর জেন কারও কাছে হাত পেতে খেয়ে পরে বাঁচতে না হয়।এসময় তারা সংযোগের জন্য অনেক অনেক দোয়া করেছেন।সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এগিয়ে আসছে সংযোগ কানেক্টিং পিপল।

উলেখ্য এর আগেও চিলমারি উপজেলার ৩ জন ব্যক্তিকে ৫টি করে ছাগল ও একজনকে একটি ঘর তুলে দিয়েছেন, গত শীতে ২০০ মানুষকে কম্বল বিতরণ করেছেন। সংযোগ কানেক্টিং পিপল এর কার্যক্রমে এলাকার লোকজন অনেক খুশি। এভাবেই সংযোগ কানেক্টিং পিপল চিলমারী তথা সারা বাংলাদেশের মানুষের পাশে থেকে অসহায় মানুষে সেবা করে যাবেন বলে আসস্ত করেন সংযোগ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন চিলমারি মডেল থানার এস আই নিরস্ত্র মোঃ আতাউর রহমান, কনস্টেবল মোঃ রিজন ইসলাম, সসংযোগ স্বেচ্ছাসেবক মোঃ রবিউল ইসলাম, শামীম আকতার, জাহাঙ্গীর আলম, আলীমুল রাজী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন