ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চোখে সেরা রশিদ খানের তিন ফ্র্যাঞ্চাইজি লিগ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস প্রতিবেদক।। বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান। তাকে দিয়েই মূলত তার দেশকে চেনা ক্রিকেট বিশ্বে। আফগানিস্তান হয়ে উঠেছে এশিয়ার ক্রিকেটের অন্যতম শক্তি।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও দেশটির অনেক ক্রিকেটার খেলে থাকেন বিশ্বের সব নামীদামী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তেমনই রশিদ খানের পা পড়েছে সব ফ্র্যাঞ্চাইজি লিগেই। বর্তমানে রয়েছেন পাকিস্তানের সুপার লিগ খেলতে (পিএসএল)।

পিএসএলের এবারই প্রথমবার খেলছেন রশিদ খান। তার দল লাহোর কালান্দার্স। এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলনে।

তার আগে পাকিস্তানি গণমাধ্যম ‘জিও সুপার’-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন পিএসএল খেলা নিয়ে রোমাঞ্চের কথা।

‘আমার দলে ফখর জামান, হারিস রৌফ, মোহাম্মদ হাফিজ, শাহীন আফ্রিদিদের মতো ক্রিকেটাররা রয়েছে। বলাই যায়, শক্তিশালী একটা দলের হয়ে খেলব। আমরা পজিটিভ চিন্তা নিয়ে মাঠে নামব এবং আমাদের সমর্থকদের সেরাটাই দেখানোর চেষ্টা করব।’

পিএসএল খেলতে এসে রশিদ খান জানিয়েছেন, বিশ্বের সেরা ৩টি ফ্র্যঞ্চাইজি লিগের মধ্যে পাকিস্তান সুপার লিগ একটি।

‘আমি জানি এখানে বিশ্বমানের ক্রিকেটাররা খেলতে আসেন। তাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। আমি মনে করি আইপিএল, বিগ ব্যাশের পরেই পিএসএল।’

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। ২১ ফেব্রুয়ারি পেশওয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে রশিদ খানের লাহোর কালান্দার্স।

আপনার মন্তব্য লিখুন