ছড়া ‘ঝুঁটকুলি’‘
ঝুঁটকুলি তুই,আহারে!
ঝুঁটি বেঁধেছিস, বাহারে।
জাগলার পরে সিমের গাছ,
মেজেনটা ফুল রংছড়ায়।
সেই জাগলায় ঝুঁটকুলি,
সাদা-মেজেনটা পেখম তুলি,
ধুসর রংয়ের পাখনা মেলি,
পাখার মত লেজ নাড়ী।
ভর দুপুরে আষাড়ী বাতাস,
উথাল-পাতাল বৃক্ষের পাতা,
ঝাপটা বাদলা ঐ আসে,
উড়াল দিয়ে যায় চলে।
একঝাক ঝুঁটকুলি,
জোড়ায় জোড়ায় আছে মিলি,
একটা মাত্র নাই জোড়ার,
তাই আছে সে ভীষণ বেজার।
মন বসেনা কোনখানে,
এডালেতে ওডালে,
বললাম আমি ঝুঁটকুলিরে,
আমি ও বড় একারে।
যদি বলিস আসতে আমায়,
উড়াল দিব তোর পাশে,
মনের যত শেষ কথা,
বলবো মোরা মগডালে।।
আপনার মন্তব্য লিখুন