ক্রীড়া প্রতিবেদক | হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচে রোববার (২৫ এপ্রিল) মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিলো পাকিস্তান। তবে, জিম্বাবুয়ে সফরে বড়সড় ধাক্কা খেয়েছে তারা। প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২০ রানের টার্গেটই তাড়া করতে পারেনি বাবর আজমের দল।
ব্যাটিং ইউনিট নিয়ে তাই একেবারে নির্ভার থাকতে পারছেনা সফররতরা। শেষ দুই ম্যাচে শাহিন আফ্রিদি ও হাসান আলিকে বিশ্রামে রাখার কথা ভেবেছিলো পাকিস্তান। কিন্তু, সিরিজ হারের শঙ্কা মাথায় নিয়ে, শেষ ম্যাচে এই দুই পেসারকে মাঠে নামিয়েও দিতে পারে তারা। একাদশে আসতে পারে আরও দু’একটি পরিবর্তন।
এদিকে, টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়েরও স্বপ্ন দেখছে তারা। শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়না স্বাগতিকরা।