তোমার জন্যে ধরলাম আবার
এ জীবনটা বাজি,
এবার তুমি ফিরে এসো
হয়ে যাও না রাজি!
তোমার জন্যে ভবের মাঝে
দিতে পারি জান,
ফিরে এসে মনমহুয়া
স্বার্থক করো প্রাণ!
সকল কিছু ছাড়তে পারি
আমি তোমার জন্য,
তোমার দেয়া পরশ পেয়ে
আজও আছি ধন্য!
কতো ভালো বাসছো মোরে
শোধ হবে না ঋণ,
তুমি ছাড়া কেমন করে
কাটবে বাকী দিন!
কী কারণে তুমি বিনে
কাটে আমার বেলা,
তুমি জানো জানে না কেউ
করিনি তো হেলা!
যতো দূরে যাবে গো যাও
দগ্ধ যতোই করো,
ঝেড়ে-জুড়ে সব ঘৃণাকে
হাতটা এবার ধরো!
আকাশ জানে বাতাস জানে
জানে তোমার মন,
তুমি ছিলে এ হৃদয়ের-
আপনেরই আপন!!!
আপনার মন্তব্য লিখুন