ঢাকাবৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

জেসন রয় অবশেষে আইপিএলে দল পেলেন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ১, ২০২১ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক।। অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলে পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার জেসন রয়। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই তাকে দলে টেনেছে সানরাইজ হায়দরাবাদ।

গত ফেব্রুয়ারি মাসে আইপিএলের নিলামে দল না পেয়ে রয় তার টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেছিলেন আইপিএলে দল না পাওয়া লজ্জাজনক। অবশেষে সেই লজ্জাজনক পরিস্থিতি থেকে তাকে মুক্তি দিলো সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল চলবে প্রায় দুই মাস ধরে। এ সময়ে ক্রিকেটারদের থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। তাছাড়া ভারতে প্রতিনিয়ত করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ফলে টুর্নামেন্টটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার গত আসরেও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল তাকে।

এখন পর্যন্ত ইংলিশ ওপেনার আইপিএলে খেলেছেন দুইটি আসর। ২০১৭ সালে গুজরাট লায়ন্সে এবং ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। দু’দলের পক্ষে মোট আটটি ম্যাচ খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।
গত আসরে দিল্লি ক্যাপিটালসে থাকলেও টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রয় এবং পরে দলও হারান তিনি। তার পরিবর্তে ড্যানিয়েল স্যামকে দলে নিয়েছিল দিল্লি।

আপনার মন্তব্য লিখুন