ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

টমেটোর চারা উৎপাদনে সফল মাধবপুরের খোকন মিয়া

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ৪, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি | হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের বাসিন্দা শফিউল বর খোকন একজন সফল টমেটোর চারা উৎপাদক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পোস্টমাস্টারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন নাভা এগ্রো বহুমুখী ফার্ম। এখানে ড্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন করে লাভবান হয়েছেন তিনি। শত লোকের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন এ বছর পাঁচ বিঘা জমিতে ড্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারার নার্সারি করেন তিনি সেখান থেকে ৪০ থেকে ৪৫ লাখ টাকার ওপরে আয়ও করেছেন তিনি চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়াতেই বসবাস করেন মাঝে মাঝে ছুটিতে এলাকায় এসে নিজের ফার্ম দেখভাল করেন।

তার অনুপস্থিতিতে বড় ভাই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মিসবাহউল বর পলাশ কর্মচারীদের নিয়ে খামারটি দেখাশোনা করেন।ড্রাফটিং পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে ফার্মে দায়িত্বরত ম্যানেজার মাসুক মিয়া জানান বন বেগুন হচ্ছে টমেটোর একটি জংলি জাত গ্রামগঞ্জে এ বেগুনের হরেক নাম। এ বেগুন চারার গোড়ার দিকের অংশের সঙ্গে টমেটোর চারার ওপরের দিকের অংশ জোড়া দিয়ে করা হয় ড্রাফটিং এভাবে লাগানো টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না রোগবালাইও তেমন হয় না ফলন মেলে আশানুরূপ। যেখানে সাধারণ একটি গাছে ৫ থেকে ১০ কেজি টমেটো মেলে সেখানে ড্রাফটিং করা প্রতি গাছে মেলে ২০ থেকে ২৫ কেজি তিনি জানান, ড্রাফটিং করা টমেটো গাছ পানি সহনীয় তাই ভারি বৃষ্টিতেও এই টমেটো গাছ নষ্ট হয় না ড্রাফটিং চারার চাহিদা অনেক।

নিজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন অনেকে মৌসুমের আগেই চারার সংখ্যা জানিয়ে অর্ডার দেন। তাদের সময়মতো সরবরাহ করতে হিমশিম খেতে হয় অনেক সময় মাসনুক মিয়া আরো জানান অনেকে আষাঢ়-শ্রাবণ থেকে চারা রোপণ শুরু করেন। আগাম টমেটো বের করতে পারলে লাভ বেশি তখন কেজিপ্রতি টমেটো ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হয় উদ্যোক্তা শফিউল বর খোকন জানান, এ বছর তিনি ১০ লাখ চারার ড্রাফটিং করেছেন বারি-৮ (বাংলাদেশি) মঙ্গল রাজা (ফ্রান্স) নামে টমেটোর বীজ এবং বন বেগুনের বীজ বপন করেন। বন বেগুনের দুই মাস বয়সি চারার সঙ্গে টমেটোর এক মাস বয়সি চারার ড্রাফটিং করেছেন ড্রাফটিং করা চারা ১৪ থেকে ২১ দিনের মধ্যে রোপণ করতে হয় প্রতিটি।

চারা ১০ থেকে ১২ টাকায় বিক্রি করেছেন তার ফার্মে ২০ থেকে ২৫ হাজার টাকা মাসিক বেতনে কাজ করছেন প্রায় ১০০ জন দক্ষ শ্রমিক
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, সফিউল একজন সফল ড্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদক নিজে লাভবান হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

আপনার মন্তব্য লিখুন