জাতির পিতার সম্মান রক্ষার্থে সারা দেশের ন্যায় ১২ ডিসেম্বর রোজ শনিবার টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে জাতির পিতার সম্মান রাখবো মোরা আম্লান এই চ্লোগানে ভূঞাপুর উপজেলা পরিষোদ প্রাঙ্গনে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিরোধ অনুস্ঠানে সভাপতিত্ব করেন
মোছাঃ নাসরিন পারভীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূঞাপুর, বক্তব্য রাখেন- জনাব আব্দুল হালিম এডভোকেট,চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভূঞাপুর, জনাব মোঃ আসলাম হোসাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহি উদ্দিন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডঃ মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন সহ আরো অন্যোন্য অফিসারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।