ঢাকাশনিবার , ১৯ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের গ্যাংস্টারদের মধ্যে ৪ সদস্য জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৯, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী জেলার মাননীয় সুনামধন্য পুলিশ সুপার অপরাধীদের কাছে আতঙ্কের এক নাম জনাব খোন্দকার নূরুন্নবী (বিপিএম,পিপিএম)।

খোন্দকার নূরুন্নবী সাহেবে প্রতিদিনের বাংলাদেশ কে বলেন আজ (শনিবার) সোয়া ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান – এর সার্বিক তত্বাবধানে এসআই- নুরুল হক এর নেতৃত্বে এসআই- মোঃ শাখওয়াত হোসেন,এএসআই- মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় , ফেণী মডেল থানাধীন ধর্মপুর ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (১).মোঃ এমাদুল(৪৩), পিতাঃ মোঃ সিরাজ, মাতাঃ তাহমিনা বেগম,সাংঃ কলমাঘাট(ডাক্তার বাড়ী) থানাঃ পাথরঘাটা, জেলাঃ বরগুনা,২. মোঃ বাবুল(৪০),পিতাঃ মোঃ অলি মিয়া,মাতাঃ মৃত রাজিয়া বেগম,সাংঃ নোয়াপাড়া (বাসক মেম্বার বাড়ী),থানাঃ নাঙ্গলকোট,জেলাঃ কুমিল্লা,৩.নুর নবী(৩৯),পিতাঃ মৃত নুর ইমলাম,মাতাঃ রাহেনা বেগম,সাংঃ শুন্যচর(খেয়া ওয়ালার বাড়ী),থানাঃ হাতিয়া, জেলাঃ নোয়াখালী,৪. মোঃ করিম(৩৯), পিতাঃ মৃত নুরুল হক,মাতাঃ গোলাপবিয়া,সাংঃ পশ্চিম পদুয়া(এরশাদ মেম্বার বাড়ী), থানা ও জেলাঃ ফেনী,৫. মোঃ আবুল বাশার(৫০),পিতাঃ মৃত আলী আহাম্মদ,মাতাঃ বকুলের নেছা,সাংঃ খুন্না গোবিন্দপুর(দর্জী বাড়ী),থানাঃ হিজলা,জেলাঃ বরিশাল দেরকে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ১টি মিনি ট্রাক,১টি ছোরা,১ টি রামদা,১ টি কার্টার,১ টি কাস্তে উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।

আপনার মন্তব্য লিখুন