পঞ্চানন রায়, বিশেষ প্রতিনিধি।। বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক,সাস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিবসটির বিভিন্ন কর্মসুচি পালন করেন।
সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে কর্মসূচীর শুভ সুচনা করেন উপজেলা প্রশাসন। এরপর সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিষদ হলরুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও শাহিনা শবনম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, এসিল্যান্ড মনোয়ার হোসেন, ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা কর্মী, শিশু কিশোরসহ সাধারন মানুষ আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
স্থানীয় আলীম জুট মিলে শিল্পী সমিতির আয়োজনে বিকাল ৩ টায় শুরু হয় দুই দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সময়ে উপজেলা যুব লীগের আয়োজনে বাটার মোড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।