রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দন্ডপানি কুমার পাড়া ইট ভর্তি ট্রলি ভ্যান চালকে সরসাসরি ধাক্কা দিলে ভ্যান চালক গুরুত্বর আহত হলে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসা মৃত্যু বলে নিশ্চিত করেন।
এলাকার মানুষ বলেন ভ্যান চালক তার মাকে নামিয়ে দাড়িয়ে ছিলেন
এসময় দন্ডপানি রোড আসা ইট ভর্তি ট্রলি ধাক্কা দিলে ভ্যান চালক গুরুতর আহত হন।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাজ্জামান বলেন বিশেটি শুনেছি।
ইউপি’র সদস্য জিয়াউর ইসলাম
নিহত পরিবার দিনাজপুর মেডিকেল হাসপাতাল থেকে নিয়ে এলে মীমাংসা হবে।
ট্রলি মালিকের ছেলে মোঃ সবুজ বলেন :বিষয়টি শুনেছি। বিষয়টি মিমাংসার কথা চলছে।
জানা গেছে, ভ্যান চালকের বাড়ি পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের আনসানপুর গ্রামের আবাসন ৪ নং লুৎফর রহমানের ছেলে ভ্যান চালক হযরত।
আপনার মন্তব্য লিখুন