ঢাকাশনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

দিনমজুর স্বামীর প্রাণ গেল স্ত্রীর লাঠির আঘাতে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর হাতে এক দিনমজুর স্বামী মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।

নিহতের নাম মো. আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। আলেক মিয়া থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে।

আলেক মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী পালিয়ে গেছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দ্বিতীয় স্ত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশ কে জানান, যেহেতু আলেক মিয়ার মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে এ ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে।

আপনার মন্তব্য লিখুন