রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।।শোকাহত আগষ্ট উপলক্ষে আজ ১ আগষ্ট রবিবার দিনাজপুরে দুস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় দিনাজপুর একাডেমিতে স্কুলের উন্মুক্ত চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু মনোরঞ্জনশীল গোপাল এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও করোনা সংক্রমণ প্রতিরোধ, ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আলতাফুজ্জামান মিতা, কেন্দ্রীয় শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রহমান লিমন
প্রমূখ।
এসময় সভাপতিত্ব করেন দিনাজপুর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বাবু লক্ষী কান্ত রায় ও সঞ্চালনায় ছিলেন, প্রদীপ কুমার ঘোষ।
প্রায় দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
করা হয়।