দেখেছি সেদিন তারে…
রাজিব হাসান
দেখেছি সেদিন একটি মেয়ে!
কি বলবো তার রূপের কথা,
চোখ দুটি যেন তার পদ্মপাতা
রংধনু যেন তার ঠোঁটে আঁকা,
অঙ্গখানি যেন তার লাজুক লতা
সদ্য ফোটা যেন গোলাপ ফুল!
মৃদু হাওয়ায় উড়ছে কন্যার
রেশম কালো চুল।
সে যে সর্বনাশী মেয়ে
নিলো আমার মাথা খেয়ে
তার হাসিতে কি যে যাদু
সে যে কাছে টানে শুধু
তার রূপের নেশায় আমি
হয়ে গেছি মশগুল
পূবাল হাওয়ায় উড়ছে কন্যার
রেশম কালো চুল।
তারে ভেবে সারাবেলা
মনে উঠে প্রেমের জ্বালা
তারে দেখলে লাগে মায়া
মনে পড়ে তার ছায়া
তার ভালোবাসায় মজে
আমার গেল জাতি কূল
মাতাল হাওয়ায় উড়ছে কন্যার
রেশমী কালো চুল।
আপনার মন্তব্য লিখুন