মনজু হোসেন,স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫ নং সুন্দরদিঘী ইউনিয়নের সরকার পাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ রায় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) রাতেই এ ঘটনা ঘটে, সৌরভ রায় সরকার পাড়া শ্রী.ফটেশ্বর রায়ের ছেলে, মৃত্যু ব্যক্তির ভাতিজা, সাধন রায় অরন্য জানান।
সৌরভের বিয়ে আজকে দিনের বেলায় বিদ্যুৎ না থাকার কারণে সে জেনেরেটর ও সাউন্ড বক্স সিস্টেম করছেন , সন্ধ্যার সময় বিদ্যুৎ আসলে তিনি জেনারেটর লাইন বাদ দিয়ে বিদ্যুৎ তারে সংযোগ দিতে গিয়ে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌরভের বাড়িতে তার নিজের বিয়ের আয়োজন চলছিল, সৌরভের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকার শোকের ছায়া জমেছে পরিবারের অনেক আশা ছিল আনন্দময় করে ছেলের বউ নিয়ে আসবো সেই আশা আর পূরণ হলো না পরিবারের সকলের ।
এদিকে মেয়ের বাড়িতেও কান্নার ঢল নেমেছে, মেয়ের পরিবারের কাছে জানা যায় তারা অনেক কষ্ট করে মেয়ের বিয়ে ঠিক করছেন। সেজন্য নতুন জামাইকে দিয়েছেন টাকা-গাড়ি অনেক আনন্দ করে মেয়েকে তুলে দিবেন সৌরভের হাতে কিন্তু সেটা আর হলো না আজ দুটি পরিবারে শুধু শোকের ছায়া।
সৌরভ এর মৃত্যুর ঘটনা দেবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।