ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৯, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মামুনুর রশিদ (মিঠু),নিজস্ব প্রতিবেদকঃ চাল, ডাল,তেল,গ্যাস,বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

সকাল থেকে জেলা বিএনপি, জেলা ছাত্র দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে উপস্থিত হয়। প্রথমে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের উদ্দেশ্যে বের হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে প্রাধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের পতনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানানা।এ সময় বক্তারা আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে না আনা হলে কঠিন পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া আহমেদ ইউনুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাখাওয়াত হোসেন লাবু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন