ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নিজের গোপনাঙ্গ নিজেই কাটলো কলেজ ছাত্র!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১০, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এক যুবক নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন এমন খবর পাওয়া গেছে। স্থানীয় চকচপাই গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই কলেজ ছাত্র চকচপাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সৈকত ইসলাম (২৫)। সে নওগাঁ সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

সৈকতের খালাতো ভাই আরাফাত হোসেন জানান, সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সৈকত ইসলাম টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলে। কিছুক্ষণ পর তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সৈকত মাস দুয়েক ধরে মানসিক ভাবে অসুস্থ ছিল বলে জানান তিনি।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে সৈকতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা জানান, সৈকত এর গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা খুবই গুরুতর।

আপনার মন্তব্য লিখুন