নওগাঁ প্রতিনিধি: আমজাদ হোসেন। নওগাঁর মান্দায় এক কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুদবার সকালে উপজেলার মৈনম ইউপির ভোলাবাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মৈনম ইউপির বদ্দপুর গ্রামের আব্দুর সামাদের ছেলে হোসেন (৩৩) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৈনম এলাকায় অভিযান চালিয়ে ভোলাবাজার নামক স্থান থেকে তাকে পুলিশের উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাসহ তাকে আটক করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন