মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪টি ইউনিয়নের আওয়ামীলীগ কর্মীদেরকে নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভিতরবদ ইউনিয়নের জেডি একাডেমি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর।
এ সময় ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেরুবারী ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, আওয়ামীলীগ নেতা প্রভাত কুমার ভৌমিক, ফরহাদ হোসেন ধলু সহ অন্যান্যরা।
সম্মেলনের মাধ্যম নেতাকর্মীদের উজ্জীবিত করতে এ কর্মী সভার আয়োজন বলে জানান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয়ভাবে এবং সারাদেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। এ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্ন অপকৌশল নিতে পারে। এ জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।