শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিক পুরের আকবর মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান হোসেন ট্রেডারসের বাসভবন থেকে গভীর রাতে সাদা পোশাকে আসা ৩ জন ব্যক্তি প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে যাবার খবর পাওয়া গেছে। রাতে ফারুক নামে ঐ যুবককে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ফারুকের আত্মীয় সাংবাদিক আবদুল বাশির জানান, প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে ৩ ব্যক্তি। এরপর থেকে নিখোঁজ রয়েছে ফারুক।
বাশির আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের গোয়েন্দা, সিআইডি বা অন্যকোন আইনশৃঙ্খলা বাহিনী নাচোলে গতরাতে কোন অভিযান বা কাউকে আটক করেনি। এতে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছে।
এদিকে ৯ মার্চ মঙ্গলবার রাত ৮ টার দিকে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।