মো:ইব্রাহিম আলী, নাটোর।। সারা দেশের মতো নাটোরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।
দিবসটি উপলক্ষে নাটোর জেলা পুলিশের আয়োজনে শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে এক র্যালী বের করা হয়।
র্যালটি পধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন সাহা সহ পুলিশ সদস্যরা।
এসময় এক মিনিট নিরবতা পালন এবং নিহত পুলিশ সদস্যদের স্বরণে মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্সের ডিল শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন ইউনিট অংশ গ্রহন করে।
আপনার মন্তব্য লিখুন