মোঃ ইব্রাহিম আলি (বড়াইগ্রাম)নাটোর।। নাটোরের বড়াইগ্রামে শহীদ শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ ১৭ মার্চ সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতির পিতার বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় প্রধান শিক্ষক ইসাহাক আলী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, মাসুদ রানা মান্নান সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে সেখানে কেককেটে বন্ধুর জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।
আপনার মন্তব্য লিখুন