মোঃ ইব্রাহিম আলী নাটোর।। নাটোরে জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সহ সর্বস্ত্ররের জনগণের ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সকালে জাতীয় ,দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ,দোয়া এবং এক মিনিট নিরবতা পালন।
সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়,জেলা প্রশাসকের কার্যালয় ও সদর উপজেলা সামনে এবং মুক্তিযোদ্ধা সংসদে এই দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম ,নাটোর-নওগাঁ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুদ্ধহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন