মো: ইব্রাহিম আলী।। নাটোরে ট্রেনে কেটে পড়ে এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে তিনটার দিকে আন্ত:নগর পঞ্চগড় একপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন তারা।
নাটোরের স্টেশন মাষ্টার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় একপ্রেস ট্রেনটি বুধবার রাত সাড়ে তিনটার দিকে নাটোর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি রেল লাইন পারাপরের সময় ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।