ঢাকাবুধবার , ২৬ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পাউবো প্রকৌশলীকে লাঞ্চিত করার অভিযোগে এমপির ভাগ্নে অন্তরকে জেল হাজতে প্রেরন করেছে আদালত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৬, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ ইব্রাহিম আলী নাটোরঃ নাটোরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট,হত্যার হুমকি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর নাফিউল ইসলাম অন্তরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
দুপুরে সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল জামিন শুনানীতে বিচারক তানজিম আলম তাবাসসুম জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। এর আগে সাংবাদিকদের সামনে হাজির করে নাটোর জেলা পুলিশ।
দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত প্রেসব্রিফিং -এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অন্তরকে শহরের চৌধুরী বড়গাছা এলাকা থেকে আটক করা হয়। তাকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করে।
অন্তর নাটোর-২ অাসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আপন ভাগনে হলেও সংসদ সদস্য তাকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
ঠিকাদারী সংক্রান্ত বিষয় নিয়ে বাবা মীর আমিরুল ইসলাম জাহানের ছেলে অন্তর সোমবার বিকালে পানি উন্নয়ন বোর্ড অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট, ফাইলপত্র তছনছ ও হত্যার হুমকি দেয়।
এদিকে অন্তরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চৌধুরী বড়গাছার ৭ নং ওয়ার্ডবাসী।

আপনার মন্তব্য লিখুন