ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হল আরো ১ জন,মোট ২

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৮, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মো: ইব্রাহিম আলী।। নাটোরে পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর এবং গুরুদাসপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতলাপাড়া গ্রামে ট্রলির চাপায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে মাটি ক্রয় করে সাইফুল ইসলাম তার বাড়ীর পাশের একটি ডোবা ভরাট করছিল। এ সময় অসাবধানতাবসত ট্রলি উল্টে গেলে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক সিরাজুল ইসলামকে ট্রলিসহ আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তি মানষিক ভারসাম্যহীন ছিল। তিনি স্টেশন এলাকায় বহুদিন থেকেই ঘোরাফেরা করতো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন