ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাটোর ও নীলফামারি থেকে লুট হওয়া ইজিবাইকের ১৮১টি ব্যাটারি উদ্ধার ৬ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৪, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

মো:ইব্রাহিম আলী নাটোর।। নাটোর ও নীলফামারি জেলা থেকে লুট হওয়া ইজিবাইকের ১৮১টি ব্যাটারি সহ দেশব্যাপী ডাকাত চক্রের ৬ডাকাতকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলকে খুলনা,পটুয়াখালী ও রাজশাহীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, পটুয়াখালী জেলার গেরাখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে আমির হোসেন (৩৫), একই জেলার বহলগাছিয়া গ্রামের সোবহান সিকদারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া গ্রামের মমতাজ ফরাজীর ছেলে মহি উদ্দিন ওরফে মঈন উদ্দিন (৩৫), একই জেলার তক্তাবুনিয়া গ্রামের হাতেম গাজীর ছেলে মনির হোসেন গাজী ওরফে নির (৪০), নড়াইল জেলার আগদিবিছালী গ্রামের রশিউজ্জামান এর ছেলে আবু হোসেন (৪০) এবং গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম (২৮)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১১ মার্চ রাতে ডাকাতদল নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার দুই নৈশ প্রহরীকে বেঁধে একটি ব্যাটারি দোকানের তালা ভেঙ্গে শতাধিক ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের ৯লাখ টাকার ব্যাটারি ট্রাকে তুলে নিয়ে চলে যায় ডাকাতদল।

পরে সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে খুলনা, পটুয়াখালী ও রাজশাহী থেকে ৬ডাকাত দলকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত ১৮১টি ব্যাটারি উদ্ধার করা হয়। এরমধ্যে ১১৬টি লালমনিরহাট থেকে লুট হওয়া ব্যাটারিও উদ্ধার করে জেলা পুলিশ।

এই চক্রটি সারা দেশের বিভিন্ন জেলায় ব্যাটারির দোকানে ডাকাতি করে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এসময় প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন