ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নামাজ শেষে হাঁটছিলেন রাস্তায়, বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি

নামাজ শেষে হাঁটাহাঁটির সময় ট্রাকচাপায় বাচ্চু মোল্লা (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২ আগস্ট) সকালে দাশুড়িয়া ইউনিয়নের রেলওয়ে লেবেল ক্রসিং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পান্নাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পাবনার কারিগরপাড়া এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন বাচ্চু মোল্লা। ভোরে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাটোর থেকে কুষ্টিয়া অভিমুখে তামাকবোঝাই দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, হেলপারকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাচ্চু মোল্লার মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন