নায্যটুকু পেলে
স্বপন কুমার চৌধুরী
দেশের চাকা যাচ্ছে ছুটে
উন্নয়নের পানে
লড়ছে মানুষ জীবন দিয়ে
মাতৃভূমির টানে।
যাদের ঘামে উৎপাদনে
হচ্ছে রোজ-ই ভালো,
তাদের জীবন আঁধার আজো
পায় নি সুখের আলো।
নেত্রী নেতা বিত্তশালীর
অর্থ ঠিকই বাড়ে,
কাজ করে দেশ বাঁচায় যারা
স্বপ্ন তাদের কাড়ে।
শ্রমজীবীর দেহের ঘামে
চলছে দেশের চাকা,
তারা যদি কাজ না করে
ভান্ড রবে ফাঁকা।
তাদের কাজের ন্যায্যটুকু
সঠিকভাবে পেলে,
কষ্টগুলো থাকতো ভুলে
চলতো হেসে’খেলে।
আপনার মন্তব্য লিখুন