ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসে সফলদের নিয়ে কথা হলেও আড়ালে থেকে যায় সংগ্রামী নারীদের গল্প!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৮, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জীবন যুদ্ধে টিকে থাকার সংগ্রামে ব্যস্ত স্বল্প আয়ের শ্রমজীবী নারীরা। পরিবার নিয়ে একটু ভালো থাকার আশায় ছুটছেন অবিরাম। যাদের একেকজনের গল্প একেকরকম। চট্টগ্রামে এমন সংগ্রামী এবং ভাগ্য বিড়ম্বিত নারীর সংখ্যা অনেক। নারী দিবসে সফলদের নিয়ে কথা হলেও আড়ালে থেকে যায় এসব সংগ্রামী নারীদের গল্প।

প্রায় ১ যুগ ধরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে চা বিক্রি করছেন আইভি বেগম। তার আয় দিয়েই চলছে পঙ্গু স্বামীর চিকিৎসা এবং চার সন্তানের লেখাপড়া। আইভি মনে করেন এটা শুধু চায়ের দোকান নয়, তার জীবিকা পরিচালনার একমাত্র অবলম্বন।

দিলুবা বেগম নামে এই নারীর গল্প কিছুটা ভিন্ন। স্বামী চলে যাবার পর গৃহকর্মীর কাজ করে সংসার চালান। একমাত্র মেয়ে এবার এসএসসি পাশ করে ভর্তি হয়েছে কলেজে। দিলুবা প্রতিদিনের বাংলাদেশকে জানালেন, অল্প বয়সে বিয়ে হয়েছে তার। সংসার করেছেন মাত্র দশ বছর। এরপর একমাত্র মেয়ের পড়াশোনার জন্য সংগ্রামকেই জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।

পোশাক কারখানার নারী কর্মীদের জীবন সংগ্রামের চিত্রও অনেকটা একই। স্বামী সন্তান নিয়ে একটু ভালো থাকতে, দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে অবিরাম ছুটে চলা। পোশাক শ্রমিক থেকে ছুটিতে আসা এক নারী প্রতিদিনের বাংলাদেশকে জানালেন, বিয়ের আগে বাবা ছিলেন না বলে সংসার চালাতে এই পেশায় আসেন তিনি। আর বিয়ের পর স্বামীর ওপর চাপ কমাতে, সংসারের বোঝায় সমান ভাগ নিতে এখনও জুড়ে চলেছেন কাপড়ের টুকরা। সেলাই করে চলেছেন ছিন্ন ভাগ্য।

ইট ভাটার শ্রমিক সুমা আকতার স্বামীর সাথে কাজ করেন ইট ভাটায়। সুমা প্রতিদিনের বাংলাদেশকে বললেন, কঠিন এ কাজ বেছে নেয়ার কারণ, স্বামী এবং সন্তানের সাথে কাজ করার সুযোগ আছে। আরেকটু সহজ কাজ বেছে নিতে হলে হয়তো সন্তানের সাথে কাজ করা হবে না, তাই এ পথ বেছে নেয়া তার।

নারী দিবস আসে, নারী দিবস যায়, বিশ্বজুড়ে বদলায় নারীর ক্ষমতায়নের চিত্র, তৈরি হয় নারীদের সফলতার অনেক গল্প; তবে স্বল্প আয়ের এসব নারীদের জীবনযুদ্ধ যেন শেষ হওয়ার নয়।
রাশেদুল ইসলাম রাশেদ/আরইসআর

আপনার মন্তব্য লিখুন