আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।২৪ মার্চ বুধবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের ফোর্সেস মেসে পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সমাধান দেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি সকলকে ন্যায়-নিষ্ঠা ও পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এরপর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কুড়িগ্রামের সভাপতিত্বে জেলা পুলিশ কুড়িগ্রামের ফেব্রুয়ারী /২০২১ সনের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ অফিসার ইনচার্জ গন কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভার প্রারম্ভে গত মাসে দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদান রাখার জন্য ১২ জন পুলিশ সদস্যকে উৎসাহিত করতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ
০১।শ্রেষ্ঠ সার্কেল- আল মাহমুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার।
উলিপুর সার্কেল,কুড়িগ্রাম।
০২।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও উলিপুর পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে পুরস্কার। ইমতিয়াজ কবির
নিরস্ত্র পুলিশ পরিদর্শক
অফিসার ইনচার্জ, উলিপুর থানা, কুড়িগ্রাম।
০৩। শ্রেষ্ঠ এসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার-আমিনুল হক
এস আই নিরস্ত্র
কুড়িগ্রাম থানা,কুড়িগ্রাম।
০৪।শ্রেষ্ঠ এএসআই ও উদ্ধারকারী অফিসার মোঃনূর সাদেক।
এএসআই নিরস্ত্র
চর রাজিবপুর থানা, কুড়িগ্রাম।
০৫। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃসায়েকুজ্জামান
সার্জেন্ট, সদর ট্রাফিক,কুড়িগ্রাম।
৬।বিশেষ পুরস্কার-পৃথ্বীশ কুমার সরকার
নিরস্ত্র পুলিশ পরিদর্শক
সদর কোর্ট, কুড়িগ্রাম।
০৭।বিশেষ পুরস্কার -খান মোঃশাহারিয়ার
অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা।
০৮।বিশেষ পুরস্কার-মোঃনবীউল হাসান
অফিসার ইনচার্জ চর রাজিবপুর থানা,কুড়িগ্রাম।
০৯।বিশেষ পুরস্কার-সাদ আহম্মেদ
নিরস্ত্র পুলিশ পরিদর্শক
জেলা বিশেষ শাখা,কুড়িগ্রাম।
১০।শ্রেষ্ঠ ডিএসবি অফিসার-মোঃআজিজুল হক
এএসআই নিরস্ত্র
জেলা বিশেষ শাখা কুড়িগ্রাম।
১১।শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার-মোঃরাসেল মাহমুদ
এসআই নিরস্ত্র,রিজার্ভ অফিস কুড়িগ্রাম।
১২।শ্রেষ্ঠ বিট অফিসার- বার্নাবাস দিপ্তটপ্য
এসআই নিরস্ত্র
রৌমারী থানা,কুড়িগ্রাম।