ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নয়দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান বিয়ের দাবিতে,স্কুল শিক্ষিকা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৭, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার অদূরে ধামরাই উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ৯দিন ধরে অবস্থান করছেন এক স্কুল শিক্ষিকা। উপজেলার নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আমির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ধামরাইয়ের লাড়িয়াকুণ্ড গ্রামের আব্দুল কাদেরের মেয়ে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা আখি আক্তার (২০)। তার সঙ্গে বছর খানেক আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে আমির হোসেনের (২৩)। তিনি নৌ বাহিনীর সদস্য। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

এরপর তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। আখি আক্তার (২০) জানিয়েছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অবস্থান করবেন। অভিযুক্ত আমির হোসেন খুলনা নৌ-দপ্তরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে মোবাইল বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

নান্নার ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, পারিবারিকভাবে স্কুল শিক্ষিকার সঙ্গে আমির হোসেনের বিয়ে দেওয়ার জন্য তারা আলোচনা করছেন। তবে ছেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ধামরাই থানা ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদেরকে জানান, বিষয়টি অবগত রয়েছি, স্কুল শিক্ষিকা আখি আক্তারের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কথা বলেছি। তবে তিনি আইনি সহায়তা না চাওয়ায় আমরা ফিরে এসেছি।

আপনার মন্তব্য লিখুন