মনজু হোসেন স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে যুবক-যুবতীসহ বাড়ির মালিককে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ,উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক দাইমুল ইসলামের পুত্র শাকিল (২২) অর্থের বিনিময়ে উপজেলার কিসমতদাপ (খৃষ্টানপাড়া) গ্রামের মৃত আঃ গফ্ফারের স্ত্রী তোড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগমের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে নিয়ে আজ বুধবার (১৬ জুন) দুপুরে ডেডিং করতে যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে আটোয়ারী থানার এসআই প্রহল্লাদের নেতৃত্বে পুলিশ এক অভিযান পরিচালনা করে বাড়ির মালিকসহ ওই যুবক যুবতীকে আটক করে। তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হলে অর্থের বিনিময়ে যুবক-যুবতীকে বাড়ি ভাড়া দিয়ে ডেডিং করার সুযোগ করে দেওয়ার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং যুবক-যুবতীকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জরিমানা আদায় পূর্বক যুবক-যুবতীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কারাদন্ড প্রাপ্ত বাড়ির মালিককে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।