মন্জু হোসেন, স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আশরাফি জান্নাত ইশি (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বগুলাহাটি গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইশি বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে।
স্থানীয়রা জানায়,বগুলাহাটি গ্রাম থেকে প্রাইভেট পড়ে সকালে ইশি বাইসাইকেল করে বাড়ি যাচ্ছিলো। এসময় রাস্তায় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় এক শিশু নিহতের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশ কে নিশ্চিত করেন।
আপনার মন্তব্য লিখুন