মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।। মুজিববর্ষ উপলক্ষে তুলার ডাঙ্গায় বসবাসরত উচ্ছেদ হওয়া ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে পঞ্চগড় সদর উপজেলা পৌরসভা এলাকায় সরকারী খাস জমিতে ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুরে সদরের পৌরসভা এলাকার তুলা ডাঙ্গায় আশ্রয়ন- ২ প্রকল্পের অধিনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৪৫ জন ভুমিহীন পরিবারের মাঝে এসব বরাদ্দকৃত ঘর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় সদর উপজেলায় পৌরসভা এলাকায় সরকারী খাস জমিতে বসবাসরত উচ্ছেদ হওয়া ৪৫ টি পরিবাররা পেলো সরকারের ঘড়।
এসময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যন আনোয়ার সাদাত সম্রাট,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সরকারের সফল উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পঞ্চগড় পৌরসভা ৪৫ টি ঘরসহ সদর উপজেলা মোট ৮৪৪ টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘড় হস্তান্তর করা হয়।